• শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন |
  • English Version

তাড়াইলে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে

# জোবায়ের হোসেন খান :-

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিনের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। ১৫ আগস্ট সোমবার সকালে শোক র‌্যালির মাধ্যমে শোক দিবসের কার্যক্রম শুরু করা হয়। র‌্যালিতে তাড়াইল উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তাড়াইল উপজেলা পরিষদের হল রুমে জাতির জনকের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, তাড়াইল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকীসহ সকল মুক্তিযোদ্ধাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাছাড়াও তাড়াইলে জাতীয় শোক দিবস উপলক্ষে নূর অটিজম বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে জাতির জনকের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন রানা।
তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি খোকন ভূঁইয়া, নির্বাহী পরিচালক আবু জাহেদ, সমাজসেবক রাহুল বিশ্বাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *